Thu 7th Feb, 2019 Author: Cricketnmore Team
ওয়ান ডে-র রেশ মাত্র নেই। প্রথম ম্যাচে হারতে হয়েছে হারের সবচেয়ে বড় রেকর্ড নিয়ে। ২২০ রানের জয়ের লক্ষ্য তাড়া করে ১৩৯ রানে শেষ হল ভারত। নিয়মিত উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। যার ফলে রান তাড়া অসম্ভব হয়ে পড়ে। আর এই পরাজয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা সব বিভাগেই ব্যর্থতার কথা মেনে নিয়েছেন।তবে এবার সিরিজ বাঁচানোর লড়াই। শুক্রবার জিততেই হবে। তবে মরন - বাঁচন ম্যাচে ক্রিকেট মহলের মতে কেমন হতে পারে প্রথম একাদশ দেখে নেওয়া যাক -
ধাওয়ান
রোহিত
বিজয়
ঋষভ
ধোনি
কেদার
হার্দিক
ক্রুণাল
ভুবনেশ্বর
চাহাল
খলিল
প্রসঙ্গত, বুধবার ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮০ রানে হারল টিম ইন্ডিয়া। যা রানের দিক থেকে এই ফরম্য়াটে ভারতের বৃহত্তম পরাজয়। এর আগে ২০১০ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯ রানে পরাজয় ছিল সবচেয়ে লজ্জার হার।
Read Count : 39
Read Count : 13
Read Count : 15